নেশাদ্রব্যের বদলে চালাকি করে ‘রাসনা’ কোম্পানির ফলের জুসের পাউডার ধরিয়ে দিচ্ছেন মাদক ব্যবসায়ীরা।
এ খবর দিয়ে কিছুটা মজাও করেছে ভারতের মেঘালয় পুলিশ।
ভাইরাল হওয়া ওই টুইটে লেখা ছিল, কেলেঙ্কারির খবর। গলা পরিষ্কার। শিলং বাজার এতটাই শুষ্ক যে ব্যবসায়ীরা ক্রেতাদের রাসনা(!?) পাউডার দিয়ে বোকা বানাচ্ছে।
‘যদি এই মাত্র আপনার মাদক ব্যবসায়ীর কাছ থেকে রাসনা পান, তাহলে জানেন কোথায় খবর দিতে হবে। এএনটিএফ (দ্য অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স) জিন্দাবাদ!’
মজার এ টুইটের সঙ্গে তিনটি কাগজের টুকরোয় রাখা কমলা রংয়ের পাউডারের ছবিও পোস্ট করা হয়েছে।
ভারতীয় পুলিশের এ ধরনের মজাদার টুইটের ঘটনা কিন্তু এটাই প্রথম নয়।
কয়েক মাস আগে আসাম পুলিশ জানিয়েছিল, কারও যদি ৫শ’ ৯০ কেজি গাঁজা হারিয়ে থাকে, তাহলে যেন সে এসে তা নিয়ে যায়।
একইভাবে, কিছুদিন আগে গুয়াহাটি পুলিশ জানতে চেয়েছিল, গাঁজা কেনার জন্য শহরের সবচেয়ে ভালো জায়গা কোনটি?
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
একে