সম্প্রতি এমন ঘটনা ঘটেছে দেশটির হারবিন এলাকায়।
সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি প্লেনের মূল অংশ (ডানা ছাড়া) ট্রেইলার ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমে জানায়, শ্রমিকেরা আটকা পড়া প্লেনটি সরানোর অনেক চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনো কাজ না হওয়ায় অভিনব বুদ্ধি বের করেন ট্রাকের চালক। ট্রাকের চাকাগুলো পাংচার করে দেন তিনি। এতে ট্রাকসহ প্লেনের উচ্চতা কমে যাওয়ায় সহজেই সেটি ব্রিজের নিচ থেকে সরানো সম্ভব হয়। পরে, চাকাগুলো আবার ঠিক করে গন্তব্যের পথে রওয়ানা হয় প্লেনবাহী ট্রাকটি।
ঘটনার ভিডিও দু’দিন আগে ইউটিউবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভিডিওটি ইউটিউবে দেখেছেন ১২ হাজার ও টুইটারে দেখেছেন অন্তত ২৭ হাজার মানুষ।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এফএম