সম্প্রতি ইন্ডিয়া স্কয়ারের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, দীপাবলি উদযাপনের পর রাস্তায় কাগজের প্যাকেট, খালি বাক্স, খাবার ও পানীয়ের ক্যান ফেলে নোংরা করে রেখেছে মানুষ।
এসময় পুলিশের একটি গাড়িকেও রাস্তায় টহল দিতে দেখা গেছে।
ভিডিওটি টুইটারে আপলোড করেছেন এক ভারতীয় নাগরিক। তিনি লিখেছেন, নিজেকে ভারতীয় পরিচয় দিতে লজ্জা লাগছে। পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি সামলানোর জন্য নিউ জার্সি পুলিশকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।
ভিডিওটি এখন পর্যন্ত ৭৬ হাজারবার দেখা হয়েছে। ‘লজ্জাজনক’, ‘দুঃখজনক’- এধরনের মন্তব্য করেছেন অসংখ্য মানুষ।
‘আমরা কখন শিখবো? নাকি কখনোই শিখবো না?’ এমন মন্তব্য করে শেয়ার দিয়েছেন আরেক ভারতীয়।
নিউ জার্সিতে দীপাবলি উদাযাপনের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বাজি পোড়ানোর ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। এটি শেয়ার করে একজন লিখেছেন, এত শব্দ ও ধোঁয়া দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্রে আছি।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এফএম/