ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

রাজকীয় চাকরি: সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞ খুঁজছেন রানি এলিজাবেথ

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
রাজকীয় চাকরি: সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞ খুঁজছেন রানি এলিজাবেথ রানি এলিজাবেথ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম আপনার নেশা, মানুষকে আকৃষ্ট করার মতো মানসম্মত কন্টেন্ট তৈরিতে বেশ দক্ষ, লাইক-কমেন্টের বন্যা বয়ে যায় আপনার প্রতিটি পোস্টে। তাহলে হয়তো আপনাকেই খুঁজছেন রানি এলিজাবেথ! ব্রিটিশ রাজপরিবারের জন্য সোশ্যাল মিডিয়া ডিরেক্টর (সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালক) নিয়োগ দিচ্ছেন তিনি।

সম্প্রতি রাজপরিবারের পক্ষ থেকে লিংকডইনে এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ডিরেক্টর হিসেবে আপনাকে ডিজিটাল ও এডিটোরিয়াল ক্ষেত্রে কাজ করতে হবে।

সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টদের একটি দলের নেতৃত্বে থাকবেন আপনি।

নিয়োগপ্রাপ্ত হলে বছরে ৪৫ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড (প্রায় সাড়ে ৫৬ লাখ টাকা) বেতন পাবেন। কাজ করতে হবে সপ্তাহে পাঁচদিন (সোম থেকে শুক্র) মোট ৩৭ দশমিক ৬ ঘণ্টা। আর আপনার অফিস হবে ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে।

আগ্রহীদের ডিসেম্বরের ২৪ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এর মধ্য থেকে বাছাই করা প্রার্থীদের আগামী জানুয়ারিতেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

সোশ্যাল মিডিয়া ডিরেক্টরের জন্য কিছুটা সতর্কতার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। কারণ, তার দেওয়া পোস্টের সঙ্গে রাজপরিবারের মান-সম্মান জড়িত। একারণে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই অতিরিক্ত সতর্ক থাকতে হবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫০ লাখ, ইনস্টাগ্রামে ৬৯ লাখ ও টুইটারে ৪১ লাখ ফলোয়ার রয়েছে ব্রিটিশ রাজপরিবারের।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।