ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

কুমিরের গলায় আটকানো টায়ার, খুললে মিলবে পুরস্কার

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কুমিরের গলায় আটকানো টায়ার, খুললে মিলবে পুরস্কার গলায় টায়ার আটকানো কুমির। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালুতে এক কুমিরের গলায় আটকে আছে মোটরসাইকেলের টায়ার। যেই এ টায়ার খুলতে পারবে, সেই পাবে বিশেষ পুরষ্কার।

পালুর ১৩ ফুট (চার মিটার) দৈর্ঘ্যের এ দানবটির গলায় অনেক বছর ধরেই আটকে আছে টায়ারটি। কুমিরটির আকৃতি বেড়ে যাওয়ায় ক্রমেই এটি এর শ্বাসরোধের পরিস্থিতি তৈরি করেছে।

 

স্থানীয়রা অনেকবারই চেষ্টা করেছিলেন কুমিরটিকে তার কষ্ট থেকে মুক্তি দেওয়ার। তার ব্যর্থতায় স্থানীয় কর্তৃপক্ষ টায়ারটি খোলার জন্য ঘোষণা করেছে বিশেষ পুরস্কার।

সম্প্রতি সেন্ট্রাল সুলাওয়েসি ন্যাচারাল রিসোর্স কনজারভেশন এজেন্সির প্রধান হাসমুনি হাসমার এমনই ঘোষণা করেন। কুমিরটিকে তার দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি দিতেই এ প্রচেষ্টার কথা জানান তিনি।  

পুরস্কারের অর্থ নিজের পকেট থেকেই দেবেন বলে জানান হাসমুনি হাসমার। তবে এ অর্থের পরিমাণ কতটুকু, তা এখনো জানাননি।

অবশ্য পুরস্কারের লোভে সাধারণ লোককে কুমিরটির গলায় আটকানো টায়ার খুলতে নিরুৎসাহিত করছেন তিনি। এমনকি দক্ষ লোক ছাড়া কুমিরটির কাছে অন্য কাউকে যেতেও নিষেধ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।