শনিবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যতিক্রমী এ ভোটের খবর জানানো হয়।
ভোট দিতে এসে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ধনঞ্জয় বলেন, জাতির প্রতি আমার দায়িত্ব পালনের অংশ হিসেবে ভোটের অধিকার প্রয়োগ করতে এখানে এসেছি।
এসময় তিনি তার হবু স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোট দিয়ে যাওয়ার আহ্বান জানান।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরই বিয়ে করতে যান ধনঞ্জয়।
ডিসেম্বরে যখন উভয় পরিবারের মধ্যে বিয়ের অনুষ্ঠানের কথা হয়, তখন বিধানসভা নির্বাচনের কথা তাদের কারোরই মনে ছিল না।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচন শুরু হয়। এক কোটি ৪৭ লাখের বেশি ভোটার এ নির্বাচনে ৭০ জন বিধানসভা সদস্যকে নির্বাচিত করবেন।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এবি