মাস্ক তৈরির ব্যস্ততার একটি ছবি শেয়ার করছেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই ছবিতে দেখা যাচ্ছে তার স্ত্রী ও কন্যা লক-ডাউনের সময় নিজ ঘরে বসে মাস্ক তৈরিতে ব্যস্ত।
টুইটারে এক বার্তায় এমনটা তুলে ধরেছেন মন্ত্রী ধর্মেন্দ প্রধান। তিনি লিখেছেন, ‘নিজের ঘরের মানুষ ছাড়াও তারা সমাজের অন্যদের কথা ভেবে পুনরায় ব্যবহার করা যায় এমন মাস্ক তৈরি করছেন। ’
ধর্মেন্দ প্রধান বলেছেন, ‘আমি আমার স্ত্রী মৃদুলা ও কন্যা নামিসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসলে আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের জন্য ও সমাজের কিছু অংশের জন্য সামান্য করার চেষ্টা করছি মাত্র। ’
‘স্ত্রী ও মেয়ের সেলাই মেশিনে মাস্ক বানানো এমনই একটা ক্ষুদ্র প্রয়াস। গত সপ্তাহে, ভারত সরকার সুপারিশ করেছিল যে, বাড়ি থেকে বেরোলে অবশ্যই মুখে মাস্ক দিতে হবে। ’
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদীও জনগণকে মাস্ক পরার এবং ঘরে বসে বানাতে উদ্বুদ্ধ করেছেন।
ভারতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেছেন, ‘ঘরের বানানো মাস্কে ধুলাবালি ও যাদের হালকা শ্বাসকষ্ট আছে তারা ঘরের বাইরে গেলে এটি ব্যবহার করবেন। কিন্তু করোনা আক্রান্ত রোগীদের যেসব চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন তারা ব্যবহার করবেন না ‘
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এএটি