ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অলিম্পিক

পদক তালিকায় যুক্তরাষ্ট্রই এগিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
পদক তালিকায় যুক্তরাষ্ট্রই এগিয়ে ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকের তৃতীয় দিন শেষে নিজেদের আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দিন শেষে মার্কিনিরা ১৯টি পদক নিয়ে শীর্ষে রয়েছে।

তবে সর্বোচ্চ পাঁচ স্বর্ণের তালিকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ বসিয়েছে প্রতিদ্বন্দ্বী চীন।

বরাবরের মতো এবারের অলিম্পিকেও মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে পাশাপাশি দারুণ করছে অস্ট্রেলিয়া, ইতালি ও জাপানের মতো দেশগুলো।

শীর্ষ দশ দেশের মধ্যে অন্যরা হলো, হাঙ্গেরি, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্য।

নিচে শীর্ষ দশ দলের পদক তালিকা তুলে ধরা হলো:

অবস্থান     দেশ      সোনা    রুপা    ব্রোঞ্জ    মোট
১      যুক্তরাষ্ট্র       ৫       ৭       ৭       ১৯
২      চীন           ৫       ৩      ৫       ১৩
৩     অস্ট্রেলিয়া     ৪       ০       ৩        ৭
৪     ইতালি         ৩       ৪       ২         ৯
৫     জাপান         ৩      ০        ৭        ১০
৬     হাঙ্গেরি        ৩       ০       ০         ৩
৭     রাশিয়া        ২        ৫       ৩        ১০
৮     দ.কোরিয়া    ২        ২        ১         ৫
৯     থাইল্যান্ড     ২         ১        ১         ৪
১০     যুক্তরাজ্য    ১         ১        ৩        ৪

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ