ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অলিম্পিক

জিমন্যাস্টিক্সের গোল্ড মেডেল যুক্তরাষ্ট্রের হাতেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
জিমন্যাস্টিক্সের গোল্ড মেডেল যুক্তরাষ্ট্রের হাতেই ছবি: সংগৃহীত

ঢাকা: জিমন্যাস্টিক্সে নিজেদের আধিপত্য ধরে রাখলো যুক্তরাষ্ট্রের মেয়েরা। ২০১২ লন্ডন অলিম্পিকের পর ব্রাজিলের রিওতেও চূড়ান্ত সাফল্য পেয়েছে তারা।

দলগত ইভেন্টটিতে রাশিয়াকে পেছনে ফেলে স্বর্ণ জয় করে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টরা।

ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় চীনকে। চারটি অ্যাপারেটাস মিলিয়ে তিন দলের পয়েন্ট যথাক্রমে ১৮৪.৮৯৭, ১৭৬.৬৮৮, ১৭৬.০০৩।

দলীয় সাফল্যের মাঝে সিমোন বাইলসের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফ্লোর ইভেন্টে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যের আদলে পারফর্ম দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন ১৯ বছর বয়সী এ আমেরিকান সেনসেশন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ