ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অলিম্পিক

রিও অলিম্পিকে সাংবাদিকদের বাসে গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রিও অলিম্পিকে সাংবাদিকদের বাসে গুলি ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে সাংবাদিকদের বাসে গুলি চালিয়েছে অলিম্পিক বিরোধীরা। তবে এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কিন্তু বন্দুকের গুলিতে ভেঙ্গে যাওয়া জানালার গ্লাসে ১২ জন আরোহীর মধ্যে সামান্য আহত হয়েছেন দু’এক জন।

 

 
ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজছে রিও পুলিশ। ঘটনাটি ঘটেছে ‍বুধবার (১০ আগস্ট) রিও অলিম্পিক পার্কের খুব কাছে।
 
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরোহী এক ফটোসাংবাদিক জানান, ‘অলিম্পিক বাসে করে আমরা হকি স্টেডিয়াম থেকে মূল প্রেস সেন্টারে যাচ্ছিলাম। আমি ছিলাম সবার পেছনে। হঠাই আমি বাসের গ্লাস ভাঙ্গার শব্দ শুনতে পেলাম। যখন বুঝতে পারলাম আমাদের বাস লক্ষ্য করে কেউ গুলি ছুঁড়ছে তখন ভয়ে আমরা ১২ জনই বাসের মেঝেতে শুয়ে পড়ি। এর আধা মিনিট পরে ড্রাইভার বাসটি থামিয়ে দিলে আমরা সবাই চিৎকার করে বলতে থাকি থেমোনা চালিয়ে যাও। ’

তিনি আরও বলেন, ‘এর মিনিট দুয়েক পড়ে পুলিশ এসে এসকর্ট দিয়ে আমাদের নিয়ে যায়। ওটা কি গুলি না মিসাইল সেটা আমি পরিষ্কার বলতে পারছি না। যাই হোক তার আঘাতে বাসের দুটি জানালা ভেঙ্গে গেছে। ’  
 
ঘটনার প্রতিক্রিয়ায় রিও পুলিশ জানিয়েছে, ‘আমরা ধারণা করছি গুলি নয়, বাস লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়েছে। আসলেই কি সে বিষয়টি আমরা তদন্ত করছি। ’
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, ১০ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ