ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অলিম্পিক

এক ইভেন্টে স্বর্ণ জিতলেন দু’জন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এক ইভেন্টে স্বর্ণ জিতলেন দু’জন ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকের সাঁতার ইভেন্টে একসঙ্গে দু’জন স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে একই সঙ্গে সাঁতার শেষ করে সেরার আসনে বসেন যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল ও কানাডিয়ান পেনি ওলেকসিয়াক।

দু’জনই সময় নেন সমান ৫২.৭০ সেকেন্ড। আগে নাম দেখে উচ্ছ্বাসে মাতেন ম্যানুয়েল। খানিকটা পরে টের পান ওলেকসিয়াক। এরপর সুইমিংপুলেই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করে নেন।

দু’জন স্বর্ণ জেতায় নিয়ম অনুযায়ী, কাউকে রুপা পদক দেওয়া হয়নি। ব্রোঞ্জ পদক গলায় ঝোলান সুইডেনের সারা ‍সুস্ট্রোম। তিনি সময় নেন ৫২.৯৯ সেকেন্ড।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ