ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

অলিম্পিকে ৬৯তম সোনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
অলিম্পিকে ৬৯তম সোনিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া আক্তার। হিট থেকেই বাদ পড়েন তিনি।

ফলে, মূল পর্বে যাওয়া হচ্ছে না বাংলাদেশের এই নারী সাঁতারুর।

সব মিলিয়ে হিটে ৮৮ জনের মধ্যে ৬৯তম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে নিজের হিটে সোনিয়া তৃতীয় হন সোনিয়া। তার টাইমিং ছিল ২৯.৯৯ সেকেন্ড।

সোনিয়ার হিটে প্রথম হন ২৯.১৯ সেকেন্ড নিয়ে পালাউ। আর দ্বিতীয় সাঁতারুর টাইমিং ছিল ২৯.৪৪। প্রথম ১৬জন উঠেছেন সেমিফাইনালে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ