ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

লাফিয়ে ‘দৌড়ের রানীকে’ হারালেন মিলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
লাফিয়ে ‘দৌড়ের রানীকে’ হারালেন মিলার ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে ঘটে গেল এক নাটকীয়তা। স্বর্ণ জয়ের জন্য শেষ মুহূর্তে লাফ দিলেন বাহামার শনে মিলার।

সেই সঙ্গে হারিয়েও দিলেন যুক্তরাষ্ট্রের ‘দৌড়ের রানী’ অ্যালিসন ফেলিক্সকে।

 

পুরো ট্র্যাকে মিলার এগিয়ে থাকলেও শেষ দিকে এসে মনে হচ্ছিল সেরা হয়ে যাচ্ছেন ফেলিক্স। তবে সবাইকে অবাক করে স্বর্ণ জিততে লাফ দিয়ে বসেন মিলার। আর মাথা আগে থাকায় ফিনিশিং লাইন ছুঁয়ে ভিন্ন রকম এক জয়ের আনন্দ উপভোগ করেন তিনি।

৪৯.৪৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন মিলার। যেটি আবার তার ব্যক্তিগত সেরা টাইমিংও। রুপা নিয়ে সন্তুষ্ট হওয়া ফেলিক্স ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়েছে। জ্যামাইকার শেরিকা জ্যাকসন ব্রোঞ্জ জিতেছেন।

ফেলিক্স নয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে চারটি স্বর্ণ জিতেছেন। তবে এই ইভেন্টে নাটকীয় ভাবেই হেরে যেতে হলো তাকে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ