ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

৮০০ মিটারে রুডিশার ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
৮০০ মিটারে রুডিশার ইতিহাস ডেভিড রুডিশা-ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে ছেলেদের ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতে নতুন ইতিহাস গড়লেন কেনিয়ার ডেভিড রুডিশা। ৫২ বছর পর কোন স্প্রিন্টার পর পর দুই অলিম্পিকে এই ইভেন্টে সেরা হয়েছেন।

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তিনি।

এদিন স্বর্ণ জিততে রুডিশা সময় নিয়েছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড। রুপাজয়ী আলজেরিয়ার তৌফিক মাকলুফির সময় লেগেছে ১ মিনিট ৪২.৬১ সেকেন্ড। আর ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের ক্লেটন মারফির, তার সময় লেগেছে ১ মিনিট ৪২.৯৩ সেকেন্ড।

রুডিশার দখলেই রয়েছে ৮০০ মিটারের বিশ্ব রেকর্ড। যা তিনি লন্ডন অলিম্পিকে ১ মিনিট ৪০.৯১ মিনিটে গড়েছিলেন। যেটি আবার অলিম্পিক রেকর্ডও।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ