ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

অলিম্পিক রেকর্ডে ব্রাজিলের দ্বিতীয় স্বর্ণ সিলভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
অলিম্পিক রেকর্ডে ব্রাজিলের দ্বিতীয় স্বর্ণ সিলভার থিয়াগো ডা সিলভা-ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে দ্বিতীয়বারের মতো আনন্দে ভাসালেন থিয়াগো ডা সিলভা। পোল ভোল্টে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছেন তিনি।

আর ব্রাজিলের অলিম্পিক ইতিহাসে প্রথম কোনো অ্যাথলেট হিসেবে স্বর্ন জিতলেন সিলভা।

রিও’র চতুর্থ দিন জুডোতে ব্রাজিলকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন আরেক সিলভা (রাফায়েল)। আর এবার ইতিহাস সৃষ্টি করে সেরা হলেন থিয়াগো। তবে বিশ্ব রেকর্ডধারী ফ্রান্সের রেনাউদ লাভেলিয়েনকে দ্বিতীয় হয়ে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

ডা সিলভা এদিন তার ব্যক্তিগত সেরাও হন। আগে যেখানে তার লাফের উচ্চতা ছিল ৫.৯৮ মিটার, সেখানে আজ ৬.০৩ উচ্চতায় লাফ দিয়ে সেরা হন ২২ বছরের এ তরুণ।

তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ