ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

চতুর্থ স্বর্ণ জিতে বাইলসের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
চতুর্থ স্বর্ণ জিতে বাইলসের রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ১২০ বছরের অলিম্পিক ইতিহাসে নারী জিমন্যাস্ট হিসেবে এক আসরে সর্বোচ্চ চারটি স্বর্ণ জয়ের রেকর্ড ছুঁয়েছেন যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস। মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সেরার আসনে বসেন তিনি।

১৫.৯৬৬ স্কোর করে নিজের চতুর্থ স্বর্ণ নিশ্চিত করেন বাইলস। সঙ্গীতের তালে ফ্লোরে চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন ১৯ বছর এ তরুণী। তার স্বদেশী আলেকজান্দ্রা রেইজম্যান রুপা পদক গলায় ঝোলান। ব্রোঞ্জ জেতেন ব্রিটেনের এ্যামি টিংকলার। দু’জনের স্কোর যথাক্রমে ১৫.৫০০, ১৪.৯৩৩।

এর আগে দলীয়, অল-অ্যারাউন্ড ও ভল্টে সেরা হয়েছিলেন বাইলস। এবার ফ্লোরে স্বর্ণ জিতে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি। এই কৃতিত্ব আছে চারজনের। সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (১৯৫৬, মেলবোর্ন), হাঙ্গেরির আগনেস কেলেতি (১৯৫৬, মেলবোর্ন), চেক রিপাবলিকের ভেরা চাসলাভস্কা (১৯৬৮, মেক্সিকো) ও রোমানিয়ার একাতেরিনা সাবো (১৯৮৪, লস অ্যাঞ্জেলস)।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ