ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

বিচ ভলিবলে স্বর্ণ ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
বিচ ভলিবলে স্বর্ণ ব্রাজিলের

ঢাকা: ইতালিকে হারিয়ে রিও ডি জেনেইরো অলিম্পিকে পুরুষদের বিচ ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ব্রাজিল। ইতালির পাওলো নিকোলাই ও দানিয়েলে লুপো জুটিকে হারিয়েছে ব্রাজিলের আলিসন সেরুত্তি ও ব্রুনো স্মিড জুটি।

স্বর্ণ নিজেদের করে রাখতে ইতালির পাওলো নিকোলাই ও দানিয়েলে লুপোকে ২১-১৯, ২১-১৭ পয়েন্টে হারায় তারা। তবে, প্রথম সেটে ৫-১ এর লিড নিয়েছিল ইতালিয়ানরা। পরে ঘুরে দাঁড়িয়ে ব্রাজিল ১৯-১৫ স্কোরলাইন করে।

অলিম্পিকের এই ইভেন্টে ১২ বছরের মধ্যে দেশকে প্রথম সোনা এনে দিলেন আলিসন-ব্রুনো।

এদিকে, রাশিয়াকে হারিয়ে পুরুষদের বিচ ভলিবলের ব্রোঞ্জ জিতেছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ