ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

‘ডাবল ডাবল’ জিতে ফারাহ’র ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
‘ডাবল ডাবল’ জিতে ফারাহ’র ইতিহাস

ঢাকা: রিওতে ১০ হাজার মিটারের পর ৫ হাজার মিটার দৌড় জিতে অলিম্পিকের ‘ডাবল ডাবল’ নিজের করে নিলেন মোঃ ফারাহ। এর আগে গত লন্ডন অলিম্পিকে এই দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন তিনি।

এমন কীর্তি গড়ে ফারাহ ইতিহাসে নাম লেখালেন। এর আগে ফিনল্যান্ডের লাসে ভিরেন ১৯৭২ মিউনিখ ও ১৯৭৬ মন্ট্রিয়াল অলিম্পিকে ডাবল ডাবল জিতেছিলেন।

এদিন শেষ লেপে সবাইকে ছাড়িয়ে ফারাহ শেষ পর্যন্ত ১৩ মিনিট ৩.৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। যুক্তরাষ্ট্রের চেলিমো দ্বিতীয় হয়ে রুপা জেতেন। আর ইথিওপিয়ার জিবারমেসকেল ব্রোঞ্জ পেয়েছেন।

দুর্দান্ত এ জয়ের পর ৩৩ বছর বয়সী সোমালিয়া বংশদ্ভুত ফারাহ নিজেকে গ্রেট ব্রিটেনের সবচেয়ে সেরা ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট হিসেবে জানান দিলেন।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ