ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অলিম্পিক

তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করলেন মাবিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করলেন মাবিয়া মাবিয়া আক্তার সীমান্ত (ফাইল ফটো)

ঢাকা: এশিয়ান গেমসের মেডেল তালিকায় খুঁজেই পাওয়া গেলো না সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্তকে। জাকার্তা-পালেমবাংয়ে চলতি এশিয়ান গেমসে বাংলাদেশি এ ভারোত্তোলক অংশ নিয়েছিলেন ৬৩ কেজি ওজন শ্রেণিতে।

শুক্রবার (২৪ আগস্ট) ১৭৮ কেজি ওজন তুলে ৬ প্রতিযোগির মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। অনেকেই হয়তো জানেন এবারের ১৮তম এশিয়াডে লাল-সবুজের হয়ে একমাত্র ভারোত্তোলক ছিলেন মাবিয়া।

গেল কমনওয়েলথ গেমসে ১৮০ কেজি তুলেছিলেন মাবিয়া। যা ছিলো তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।

কমনওয়েলথ গেমসে মাবিয়া স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি। এশিয়ান গেমসে তিনি স্ন্যাচে তুলেছেন ৭৭ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ