ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

অন্যান্য দল

‘অর্থনীতিকে লুটেরাদের হাত থেকে মুক্ত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
‘অর্থনীতিকে লুটেরাদের হাত থেকে মুক্ত করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিয়ন্ত্রণহীনভাবে হাজার হাজার কোটি টাকার লুটের শিকার হচ্ছে বাংলাদেশ। লুটেরাদের হাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।



বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক কেলেঙ্কারিসহ সব আর্থিক জালিয়াতির হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার (২৩ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নিয়ন্ত্রণহীনভাবে হাজার হাজার কোটি টাকার লুটের শিকার হচ্ছে বাংলাদেশ। শেয়ার বাজার, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক, বেসিক ব্যাংকের পর এবার দেশের সবচেয়ে সুরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটপাট এবং সর্বশেষ জনতা ব্যাংকের কর্মকর্তার দুই কোটি টাকা লুটপাটসহ রেহাই পাচ্ছে না কোনো কিছুই।

তিনি বলেন, দেশের আর্থিক নিরাপত্তা বিদেশি বহুজাতিক ফার্মের কাছে গচ্ছিত রাখলে তা কখনই নিরাপদ হবে না।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, বাসদ’র কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, নগর নেতা জুলফিকার আলী।

সমাবেশ পরিচালনা করেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু। উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সদস্য রুহিন হোসেন প্রিন্স, কাফি রতন, বাসদ নেতা খালেকুজ্জামান লিপনসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এইচআর/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ