ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

শফিক রেহমানের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
শফিক রেহমানের গ্রেফতারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

ঢাকা: সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া সরকারের চরম অসহিষ্ণু মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রোববার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বহু আগেই যে মামলার নিস্পত্তি ঘটেছে ও অভিযুক্তদের শাস্তি হয়েছে এখন সে মামলায় শফিক রেহমানের গ্রেফতার দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।

‘শফিক রেহমানের আদর্শ ও রাজনীতির সঙ্গে স্পষ্টতই আমাদের ভিন্নতা রয়েছে। কিন্তু ৮১ বছরের একজন প্রবীণ ও অসুস্থ্ সাংবাদিককে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া সমর্থনযোগ্য হতে পারে না। সরকারের জন্য এটা একটি খারাপ নজির হয়ে থাকবে। ’

ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক আরও বলেন, তনু হত্যা, বাঁশখালী হত্যাকাণ্ডের মতো লোমহর্ষক হত্যাকাণ্ড ও ধারাবাহিক সহিংস তৎপরতার জন্য দায়ী ঘাতকদের গ্রেফতার ও বিচারে সরকারি প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।

এসব হয়রানিমূলক তৎপরতা পরিহার করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে মনযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ