ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

পাঠ্যসূচিতে ইসলামের বিষয়গুলো বাড়ানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
পাঠ্যসূচিতে ইসলামের বিষয়গুলো বাড়ানোর দাবি ছবি - রানা - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের পাঠ্যসূচিতে ইসলামী বিষয়গুলো আরও বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর থেকে ইসলামের যেসব বিষয়গুলো বিভিন্ন শ্রেণিতে পাঠ্যসূচিতে ছিল সেগুলো আবারও বহাল রাখতে হবে। দেশের মানুষ ইসলামবিরোধী কোনো কিছু চায় না।

এ সময় বক্তারা নতুন শিক্ষানীতিরও দাবি জানান।

সংগঠনের ঢাকা মহানগরের আমির ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জাফল উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মুফতি ফকরুল ইসলাম, খেলাফত কৃষি শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ‍হুসেইন আকন্দ ও আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এমআইকে/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ