ঢাকা: বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেছেন, ফারাক্কা লংমার্চ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। ফারাক্কা লংমার্চের মাধ্যমেই বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ বপন হয়েছিল।
মজলুম জননেতা মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ কর্মসূচি সকল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে আলোকবর্তিকা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন জেবেল রহমান।
সোমবার (১৬ মে) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪০তম বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহানগর ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় দল সভাপতি সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টি (জাফর) যুগ্ম মহাসচিব এএসএম শামিম, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, সদস্য মো. শামিম ভুইয়া, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছার, জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।
জেবেল রহমান গাণি বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা, বরাকসহ অসংখ্য ছোট-বড় নদ-নদী বাংলাদেশকে জালের মতো ছেয়ে রেখেছে। নদীমাতৃক এই বাংলাদেশ আজ মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের অব্যাহত পানি-সীমান্ত-সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বাংলাদেশ আজ তার স্বাধীন অস্তিত্ব নিয়ে টিকে থাকবে কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে। আর তাদের আগ্রাসনের পক্ষে কাজ করছে শাসকগোষ্ঠীর ভেতর লুকিয়ে থাকা এ দেশীয় এজেন্টরা।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এজেড/এমজেএফ/