বগুড়া: গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে বগুড়ায় সিপিবি-বাসদের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে।
রোববার (১০ জুলাই) দুপুরে কেন্দ্রীয় প্রতিরোধ দিবসের কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন করেন তারা।
সিপিবির বগুড়া জেলা কমিটির সভাপতি কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদের জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবির সাধারণ সম্পাদক কমরেড দুলাল কুন্ডু, বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শোষণ-বৈষম্যমূলক পুঁজিবাদী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার আসনে থাকতে সংবিধান, শিক্ষা ব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে সর্বস্তরে শোষণ-বৈষম্য, অগণতান্ত্রিক পরিবেশ, সাম্প্রদায়িকতার বীজ রাখবেন আর জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলবেন এটা দ্বিমুখী নীতি।
বক্তারা শাসকদের এই দ্বিমুখী নীতি রুখতে সারাদেশে টার্গেট কিলিং, গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশি-বিদেশি ষড়যন্ত্র, লুটপাটে বিপন্ন স্বদেশ রক্ষা করতে জনগণের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এমবিএইচ/জিসিপি/বিএস