ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বাম মোর্চার বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বাম মোর্চার বিক্ষোভ জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ

গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতার প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। দাম বৃদ্ধির তৎপরতা বন্ধ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বাম রাজনীতির এ জোট।

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতার প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। দাম বৃদ্ধির তৎপরতা বন্ধ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বাম রাজনীতির এ জোট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বাম মোর্চার নেতৃবৃন্দ মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন।

মিছিলটি পল্টন মোড় হয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় বাম মোর্চার কর্মীরা ব্যারিকেড ভেঙে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

পরে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন।

নেতৃবৃন্দ গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার নিন্দা জানিয়ে বলেন, গ্যাস উত্তোলনকারী প্রত্যেকটি প্রতিষ্ঠান যখন লাভজনক অবস্থায় আছে, তখন কোনো যুক্তিতেই মূল্যবৃদ্ধির প্রস্তাবনা আসতে পারে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণশুনানির ৯০ দিনের মধ্যেই দাম ঘোষণা করার কথা। এই সময় ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। ফলে এখন দাম বাড়লে তা বেআইনি হবে।

সরকারের লুণ্ঠনের তহবিল জোগাবার জন্যই দাম বৃদ্ধির এই আয়োজন চলছে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,  দাম বৃদ্ধির ফলে লাখ লাখ শ্রমজীবী মেহনতি জনগণের ওপর নেমে আসবে নিদারুণ অর্থনৈতিক চাপ। কেননা গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথেই বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, লুটপাটের সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকেই জিম্মি করতে চাইছে। সরকারের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে গণতান্ত্রিক বাম মোর্চা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে অপরাপর গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে গণবিরোধী এই তৎপরতা প্রতিহত করবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ