সোমবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স রুমে নাগরিক ঐক্য আয়োজিত ‘দুর্নীতি’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘ড. জাফর ইকবালের ওপর হামলার পর প্রধানমন্ত্রী বলেছেন খুন যখম করে বেহেস্তে যাওয়া যায় না’।
২০১৪ সালের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ওই নির্বাচন নাকি অবৈধ নয়। সেটাকে নাকি অবৈধ বলা যাবে না, তবে অনৈতিক বলা যাবে। তিনি প্রশ্ন করেন, অনৈতিকটা কি অবৈধ নয়? আসলে এরা ক্ষমতায় আছে গায়ের জোরে। আর এই গায়ের জোরের সঙ্গেই মানুষ পারছে না।
‘আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যখন দল বানাই তখন কোনো নীতি নৈতিকতার ধার ধারি না। আমাদের নেতা যখন বলেন আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে, তখন আমরা বলি তাইতো, আজ একটু ব্যতিক্রম হয়েছে’।
মাহমুদুর রহমান মান্না দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য মঞ্চে উপবিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এক হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন।
সেমিনারে দেশের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি নিয়ে ৯ পাতার একটি প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ-উর-রহমান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, ব্যারিস্টার মঈনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএইচ/জিপি