ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নেই: কাদের সিদ্দিকী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নেই: কাদের সিদ্দিকী বক্তব্য রাখছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত নেই উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার মতো ক্ষমতাধর নেত্রী বাংলাদেশে দ্বিতীয়জন আর নেই। তাই তিনি যদি জনগণকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে না পারেন, তাহলে বেশি ক্ষতি তারই হবে।

কাদের সিদ্দিকী বলেন, ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তাদের রাজনৈতিক বেইস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ফলে তাদের বিশ্বস্ততা নষ্ট হয়ে গেছে।

বুধবার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজে স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে বিকেলে জেলার ফুলপুরে কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে উপজেলার বালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাদের সিদ্দিকী।

স্থানীয় বালিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী,  সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অধ্যক্ষ এম আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলী শেখ, যুগ্ম সম্পাদক শাহিনুর আলম শাহিন, কেন্দ্রীয় যুব আন্দোলন সভাপতি হাবিবুন-নবী সোহেল, নাটোর জেলা সভাপতি শহিদুল্লাহ মুন্সি, শেরপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জুবায়দুল ইসলাম বাবু, ফুলপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ সময় ২১৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ