বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের অল কমিউনিটি ক্লাবে বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশ’র ‘রাজনৈতিক আন্দোলনে অহিংস কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমি তরুণদের নিয়ে অত্যন্ত আশাবাদী।
নিরাপদ সড়কে দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পুলিশ দিয়ে লাঠি পেটা করেছে মন্তব্য করে তিনি বলেন, এই চরম স্বেচ্ছাচার ও স্বৈরাচারকে আর সহ্য করা যায় না। তরুণরা এগিয়ে আসলে এই স্বেচ্ছাচার সরকারের বিদায় কেউ ঠেকাতে পারবে না। আমার বিশ্বাস ভবিষ্যতে বাংলাদেশে রক্তপাত, জ্বালাও-পোড়াও, হত্যা, গুম, গ্রেফতার, বুলেট, টিয়ার গ্যাসের সহিংস রাজনীতির স্থান দখল করে নিতে পারে অহিংস গণঅভ্যুত্থান।
প্রজন্ম বাংলাদেশের প্রধান বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্পধারার ভাইস চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, প্রজন্ম বাংলাদেশের নতুন সদস্য ইঞ্জিনিয়ার কাজী মো. মাসুদ আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, মাহবুব আলী, ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমএইচ/এমজেএফ