ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বর্তমান সরকারের সময় দেশে কোন উন্নয়ন হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
বর্তমান সরকারের সময় দেশে কোন উন্নয়ন হয়নি বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বর্তমান সরকারের সময় দেশে কোন উন্নয়ন হয়নি। আগে মাথাপিছু ঋণ ছিল ১২শ’ টাকা। বর্তমানে বিশ্ব ব্যাংকের সেই ঋণ দাঁড়িয়েছে মাথাপিছু ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল ক্লাব প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিশাল এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোট নিয়ে এদেশে ১০০ বছর ক্ষমতায় থাকুন।

কিন্তু ২০১৪ সালে ৫ জানুয়ারির মতো ভোট ছাড়া ক্ষমতা দখল করলে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং আপনিই হবেন বিশ্বের প্রথম মহিলা স্বৈরাচার। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে সেটি আপনি করতে পারেন না।

জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, কেন্দ্রীয় নেত্রী নাসরিক কাদের সিদ্দিকী, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, নাটোর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শহীদুর রহমান মুন্সি, জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফেরদৌস আহমেদ, জেলা শাখার যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ