বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দলের জেলা ও উপজেলা কমিটিগুলো সংশ্লিষ্ট ডিসি ও ইউএনওদের কাছে স্মারকলিপি দেন।
এ দিন দুপুর ১২টার দিকে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর দক্ষিণ জাসদের উদ্যোগে ঢাকা জেলার ডিসি আবু সালেহ মো. ফেরদৌস খানকে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, সহ সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।
প্রশাসনকে সাধারণ মানুষের ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করাসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় ওই স্মারকলিপিতে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরকেআর/টিএ