শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ন্যাপ নেতারা বলেন, আমরা কোন দেশে বাস করছি? যেখানে স্বাধীন মত প্রকাশের দায়ে একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়? এ কোন রাজনীতি? দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে আরও কত আবরার ফাহাদকে হারাতে হবে কে জানে!
এসময় বক্তারা দাবি জানিয়ে বলেন, ছাত্ররাজনীতির নামে দুষ্টচক্রের অসৎ রাজনীতি বন্ধ করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ন্যাপের কেন্দ্রীয় নেতা ড. আব্দুর রহমান, অ্যাডভোকেট এম এ ওহাব, পরিতোষ দেবনাথ, অ্যাডভোকেট আমিনুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমআই/এসএ