ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

পার্টি যত আক্রমণের শিকার হবে, ততই শক্তিশালী হবে: বাদশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
পার্টি যত আক্রমণের শিকার হবে, ততই শক্তিশালী হবে: বাদশা

ঢাকা: পার্টি শত্রু দ্বারা যত বেশী আক্রমণের শিকার হবে, ততই শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সদর আসনের সংসদ সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তিনি এ কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, পার্টি শত্রু দ্বারা যত বেশী আক্রমণের শিকার হবে, ততই শক্তিশালী হবে এ ভাবেই একটি পার্টি আত্মশক্তিতে বলিয়ান হবে।

সেই আত্মশক্তিতে বলিয়ান হয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টিই আগামী দিনে জনগণের প্রকৃত শক্তি হিসেবে আর্বিভূত হতে চলেছে।

এসময় দশম পার্টি কংগ্রেস সর্বাত্মক সফল করার জন্য ঢাকা মহানগরের সর্বস্তরের নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান বাদশা।

পার্টির ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, কমরেড সাদাকাত হোসেন খান বাবলু, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড শাহানা ফেরদৌসি লাকী, কমরেড বেনজীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশের সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ