বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে দুর্নীতি ও ধর্ষণবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জোনায়েদ সাকি।
আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠনের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের নেতা বলেন, দেশের স্বার্থে প্রশ্ন তোলায় তাদের লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী তাণ্ডব চালায়।
ছাত্র ফেডারেশনের বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, লুটপাট-দুর্নীতি-ধর্ষণের এই চিত্র মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাংলাদেশের নয়। তাই ইতিহাসের ধারাবাহিকতায় বর্তমানের তরুণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে জনগণের আকাঙ্খার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা ছাত্র ফেডারেশন অঙ্গীকারবদ্ধ।
সভাপতির বক্তব্যে নবীন আহমেদ বলেন, এক আবরার, নুসরাতদের হত্যা করে গোটা ছাত্র সমাজের কণ্ঠ রোধ করা যায় না। বিচারহীনতার সংস্কৃতি ও দুর্নীতি-ধর্ষণ প্রতিরোধে স্কুল-কলেজ, পাড়া-মহল্লায় সবখানে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জেলা শাখার সদস্য মো. জাবেরের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, ছাত্র ফেডারেশন জেলা শাখার অর্থ-সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, ঝালকাঠি জেলা সংগঠক মো. তুফান হোসেন, পিরোজপুর জেলা সংগঠক মো. মারুফ আহমেদ, সরকারি পলিটেকনিক শাখার সংগঠক সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।
সমাবেশে দুর্নীতি ও ধর্ষণ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমবেত কণ্ঠে শপথবাক্য পাঠ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএস/এইচজে