বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলের দফতর সম্পাদক আজাদ হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. কামাল হোসেন বলেন, রাঙ্গা স্বৈরাচারী এরশাদের অনুসারী এবং ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।
গত ১০ নভেম্বর জাতীয় পার্টির (জাপা) বনানী কার্যালয়ে জাপা মহানগর উত্তর শাখার উদ্যোগে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এরশাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন মাদকাসক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন।
শহীদ নূর হোসেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গুলিস্তানের জিরো পয়েন্টে বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে জীবন্ত পোস্টার হয়েছিলেন। তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী মিছিলের পুরোভাগে। জিরো পয়েন্টেই ওইদিন নূর হোসেনকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। সেই থেকে দিনটি ‘শহীদ নূর হোসেন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএইচ/এসএ