ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ 

বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্ত, সরকারের ভুল নীতি গ্রহণ ও দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভের আয়োজন করেছে বাম রাজনৈতিক দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় কারওয়ান বাজারের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে এ বিক্ষোভ প্রদর্শন করা হবে।  

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ওই বিবৃতিতে বলেন, সরকার লুটপাটের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে জনগণের ওপর নানাভাবে হামলা চালাচ্ছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ায় যখন জনগণের নাভিশ্বাস উঠছে, তখন বিদ্যুতের দাম বৃদ্ধির চক্রান্ত করা হচ্ছে। প্রবল আন্দোলন গড়ে তুলে দাম বৃদ্ধির এ চক্রান্ত রুখে দিতে হবে। সেই সঙ্গে বিদ্যুৎখাতে দুর্নীতি ও ভুল নীতির বিরুদ্ধেও তীব্র আন্দোলনও জোরদার করতে হবে।  

সিপিবি নেতারা মঙ্গলবারের এ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরকেআর/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ