ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

দেশ উন্নত হলেও ধনী-গরিবের ব্যবধান বাড়ছে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
দেশ উন্নত হলেও ধনী-গরিবের ব্যবধান বাড়ছে: মেনন

ঢাকা: দেশের উন্নয়ন হলেও সমাজের ধনী-গরিবের ব্যবধান ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

১৯৯২ সালের ১৭ আগস্ট গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ৪ মাস বিদেশে চিকিৎসার পর সুস্থ হয়ে ১৯৯৩ সালের ৯ জানুয়ারি দেশে ফিরে আসেন রাশেদ খান মেনন।

রাশেদ খান মেননের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপলক্ষে এদিন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে এদিন জামালপুর-শেরপুর জেলার বেশকিছু নেতাকর্মী ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।

নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খান মেনন বলেন, ওয়ার্কার্স পার্টি হচ্ছে গরীব-মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের পার্টি। দেশ উন্নত হলেও দেশের ধনী ও গরিবের মধ্যে ব্যবধান ক্রমান্বয়ে বাড়ছে।

‘৪ কোটি মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই বৈষম্যের বিরুদ্ধে গরিব-মেহনতি মানুষের ঐক্য ও সংগ্রাম জোরদার করতে হবে। গরিব-মেহনতি মানুষের ঐক্যই পারে সমাজ থেকে এই বৈষম্য দূর করতে।

ওয়ার্কার্স পার্টিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন- রাজিয়া সুলতানা, হুমায়ুন মুজিব, হেলাল উদ্দিন, আলমাস শেখ, রুবেল মিয়া, কালা মিয়াসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় নেতা ও জামালপুর-শেরপুর জেলার ইনচার্জ মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, অ্যাডভোকেট ফিরোজ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ