রোববার (২৯ মার্চ) দলটির সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ প্রস্তাব দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, করোনা একটি ভয়াবহ আন্তর্জাতিক পর্যায়ের দুর্যোগ যা গোটা বিশ্বে বহুমুখী ও দীর্ঘমেয়াদী চরম নেতিবাচক প্রভাব রেখে যাবে।
এ লক্ষ্যে কার্যকরী জাতীয় ঐক্য তৈরির জন্য এবং সুনির্দিষ্ট-সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সব ভেদাভেদ ভুলে প্রথম সারির সব রাজনৈতিক দল থেকে এক বা একাধিক প্রতিনিধি নিয়ে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠনের জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএইচ/এবি