বুধবার (১৫ এপ্রিল) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থতার এবং মহামারির প্রথম থেকেই চীনের পক্ষে কাজ করার অভিযোগ এনে মঙ্গলবার (১৪ এপ্রিল) হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে সংস্থাটিতে দেশটির নিয়মিত দেওয়া চাঁদা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্টের হটকারি এ আচরণের তীব্র নিন্দা জানিয়ে সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, মহামারি কোভিড-১৯ মোকাবিলায় সরকারের ব্যর্থতা, পুঁজিবাদী ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা, হাজার হাজার মার্কিনিদের অকাল মৃত্যু প্রমাণ করে দিয়েছে মার্কিন সাম্রাজের দিন শেষ। তারা আজ কাগুজে বাঘ। প্রচলিত বিশ্ব ব্যবস্থার মেয়াদ যে ফুরিয়ে গেছে তারা তা বুঝে গেছে। এ কারণে সমগ্র বিশ্ববাসীকে বিপদের মুখে ঠেলে দিয়ে লোক দেখানো মিথ্যা আস্ফালন করছে।
নেতারা অবিলম্বে মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে গণতান্ত্রিক-প্রগতিশীল মার্কিনীদের ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানান তারা।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
আরকেআর/এবি