ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

হাওরের দরিদ্র কৃষকের ধান কেটে দিতে সিপিবির উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
হাওরের দরিদ্র কৃষকের ধান কেটে দিতে সিপিবির উদ্যোগ হাওরের দরিদ্র কৃষকের ধান কেটে দিতে সিপিবির উদ্যোগ। ছবি: বাংলানিউজ

ঢাকা: সুনামগঞ্জের হাওরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা কমিটি। এ লক্ষ্যে ধান কাটা শ্রমিকের এক অগ্রগামী দল ইতোমধ্যেই সুনামগঞ্জের হাওড়ে পৌঁছেছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিয়ানীবাজার থেকে তারা যাত্রা শুরু করেন। বিকেলে দলটির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ধান কাটার এই অগ্রগামী দলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার শাখা পার্টির সভাপতি অ্যাড. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সিপিবি নেতা সাংবাদিক হাসান শাহরিয়ারসহ অন্য নেতাকর্মীরা।

এর আগে ১৯ এপ্রিল বাগেরহাটে দরিদ্র কৃষকদের ধান কেটে দেন স্থানীয় সিপিবি নেতাকর্মী। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ নেতাকর্মী কৃষকদের ধান কেটে সহায়তা করবেন বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
আরকেআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ