ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ডা. জাফরুল্লাহর সুস্থতা কামনায় ডা. ইরান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ৭, ২০২০
ডা. জাফরুল্লাহর সুস্থতা কামনায় ডা. ইরান

ঢাকা: মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেশ ও জাতীর প্রেরণার বাতিঘর মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, করোনা আক্রান্ত দেশবাসীর রোগ নির্ণয়ের জন্য তার আত্মত্যাগ ও কিট নিয়ে তৎপরতায় দেশবাসী মুগ্ধ। তিনি বাংলাদেশের চিকিৎসক সমাজের গর্ব ও অহংকার। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

রোববার (০৭ জুন) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ডা. ইরান এসব কথা বলার পাশাপাশি ডা. জাফরুল্লাহর সুস্থতা কামনা করেন।

ডা. ইরান বলেন, আওয়ামী লীগ মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের মাধ্যমে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীদের দেশপ্রেম ও মানবতাবাদী চিন্তা চেতনা ও বাস্তবধর্মী কর্মকাণ্ড তরুণ সমাজকে রাষ্ট্র কাঠামো পুনঃনির্মাণে পথ দেখাবে।

ডা. ইরান অবিলম্বে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটের কার্যক্রম পরিচালনায় সব বাধা দূর করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ