ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

দুবাই ওপেন দাবায় বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
দুবাই ওপেন দাবায় বাংলাদেশের শুভ সূচনা

ঢাকা: ১৮তম দুবাই ওপেন দাবা ২০১৬’র প্রথম রাউন্ডের খেলায় জয়ী হয়ে শুভ সূচনা করেছেন বাংলাদেশ নৌবাহিনীর দুই গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠানরত ১৮তম দুবাই ওপেন দাবায় অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় রাকিব মিশরের সালেহ রোমানীকে, রাজীব ভারতের মেনডোনকা লিওন লুকেকে এবং মিনহাজ সংযুক্ত আরব আমিরাতের আলী আব্দুল আজিজকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করেন।

৩৭টি দেশের ৪৬ জন গ্র্যান্ড মাস্টার, ৮ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ৩৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিয়েছেন।

দ্বিতীয় রাউন্ডের খেলায় রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার রাজেসের সাথে, রাজীব আজাবাইজানের গ্র্যান্ড মাস্টার সাফারলি এলটাজের সাথে ও মিনহাজ ভারতের গ্র্যান্ড মাস্টার বিদিত সন্তোস গুজরাতির সাথে খেলবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ