ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

১২ ক্লাব নিয়ে শুরু হচ্ছে স্নুকার চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
১২ ক্লাব নিয়ে শুরু হচ্ছে স্নুকার চ্যাম্পিয়নশিপ

ঢাকা: প্রথমবারের মতো জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে উত্তরা ক্লাব লি: (ইউসিএল)। আগামী ১৩ মে এই টুর্নামেন্ট শুরু হয়ে চলবে আগামী ২৬ মে পর্যন্ত।

 

বাংলাদেশের নামকরা ১২টি ক্লাবের প্রায় ১০০ জন খ্যাতনামা খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।

নক-আউট ভিত্তিতে দুই সপ্তাহব্যাপী চলা এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঢাকা ক্লাব লি:, উত্তরা ক্লাব লি:, কুমিল্লা ক্লাব লি:, খুলনা ক্লাব লি:, ন্যাশনাল বিলিয়ার্ড একাডেমি, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার, চট্টগ্রাম ক্লাব লি:, পুল লাভার্স, কিউ অ্যান্ড ইউ বিলিয়ার্ড, নারায়ণগঞ্জ ক্লাব লি:, গুলশান ক্লাব লি: ও কুমিল্লা সিটি ক্লাব।

বৃহস্পতিবার (১২ মে) উত্তরা ক্লাবের সভাপতি নাসির ইউ মাহমুদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইনডোর ও আউটডোর গেমসের মেম্বার ইনচার্জ আরশাদ মুর্শিদী হোসেন (পিপলু), মেম্বার-ইনচার্জ অব অ্যাডমিন ইফতেখার মাহমুদ ও মেম্বার ইনচার্জ অব ফিন্যান্স শফিকুল আলম।

টুর্নামেন্টে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সুলতান মঈন আহমদ রবিন।

বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ১২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ