ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

অলিম্পিকের আগে রিওতে ডাকাতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ২৫, ২০১৬
অলিম্পিকের আগে রিওতে ডাকাতি

ঢাকা: রিও অলিম্পিকের আড়াই মাস আগে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেলেন এক অলিম্পিক সোনাজয়ী। স্প্যানিশ বাইচ দলের সদস্য ফার্নান্দো এচাভারি এই চাঞ্চল্যকর দাবি করেছেন।

বেইজিং অলিম্পিকে সোনাজয়ী ফার্নান্দো দলের সঙ্গে সপ্তাহ দু’য়েক আগে রিওতে এসেছেন।

শুক্রবার তিনি দুই সতীর্থের সঙ্গে রিওতে প্র্যাকটিস শেষে ফিরছিলেন। তখনই পাঁচ জন বন্দুক নিয়ে তাদের ঘিরে ফেলে। ফার্নান্দো আর তার সঙ্গীদের মোবাইল-সহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়। ডাকাতদের বয়স ‘ষোলো’র বেশি নয় বলে জানান এচাভারি।

আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওতে বসছে এবারের অলিম্পিকের আসর। যার পর্দা নামবে ২১ আগস্ট। ২০৭টি দেশের অংশগ্রহনে মোট ৮ হাজার ২৫৫ জন খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

অলিম্পিকের ২৮টি খেলার মধ্যে আয়োজক ইভেন্ট রয়েছে ৩০৬টি। আর অলিম্পিকের মূল স্টেডিয়াম হিসেবে থাকছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৫ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ