ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অন্যান্য খেলা

ভারতে ড্র করলেও তৃতীয় স্থানে জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ভারতে ড্র করলেও তৃতীয় স্থানে জিয়া

ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বরে অনুষ্ঠানরত নবম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

 

এলিট ক্যাটাগরির ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে জিয়াউর রহমান সাড়ে চার পয়েন্ট নিয়ে ১৪ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিটেড মাস্টার সোহেল চৌধুরী সাড়ে তিন পয়েন্ট ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ তিন পয়েন্ট অর্জন করেছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলায় আমিনুল শ্রীলঙ্কার গালাপাথি চিন্তিকা অনিরদ্ধকে পরাজিত করেন। জিয়া ভারতের এরিগাইসি অর্জুনের সাথে ও সোহেল ভারতের ভাট জালপানের সাথে ড্র করেন। নাসির ভারতের প্রাজেসের কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ২৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য খেলা এর সর্বশেষ