যে দাঁড়কাকটি প্রতি ভোরে ডেকে ডেকে ক্লান্ত
যে ব্যাকুল সারথি তৃষ্ণার্ত চাতকের মতো মেঘজলের জন্য প্রার্থনারত।
যে প্রিয় আসবে বলে ঘণ্টার পর ঘণ্টা প্রতীক্ষায় রাখে
যে বাতাস মাতাল জোয়ারে অভিসারের পোতাশ্রয়ে ডাকে।
সেও আমার বন্ধু।
যে সুহৃদ বউয়ের গয়না বেচা টাকা ফেরত দেবার কথা দিব্যি ভুলে যায়
যে স্বজন জীবনের রং মুছে দিয়ে মৃত্যুর সম্মুখে দাঁড়ায়।
যে হাভাতে দ্বারেদ্বারে ভিক্ষার কড়া নাড়ে
যে রমণীর সতীত্বের নিলাম হয় রাতের অন্ধকারে।
তাকেও বন্ধু বলি।
যে কবি দেশদ্রোহীর ফাঁসি চেয়ে লিখে না বজ্রবাণী কবিতায়
যে যুবক স্বতঃস্ফূর্তচিত্তে বঙ্গবন্ধুর শোক মিছিলে না যায়।
যে মৌলবাদীর মনে গোপনে চলে জঙ্গিবাদের বীজ চাষ
যে প্রজন্ম জন্মোৎসবের উল্লাসে জাতীয় শোককে করে উপহাস।
সে আমার বন্ধু নয় কস্মিনকালেও।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫