বনেদি প্রেম
দুই আকাশের দুটি তারা
উত্তর আকাশের ধবধবে তারাটি বলে
এই মন দিয়েছি তোমায়
পশ্চিম আকাশের সাতবোনের এক বোন
সেও কিনা বলে
আমাকে ছাড়া কিছুতেই সে ...
বালি আর নুড়ি পাথরের ন্যায়
একদিন আমিও তোমারই ছিলাম
দু’টি ফুল
দুই ভালোবাসা
দু’টি মনের গহীন প্রদেশের চাওয়া পাওয়া
ভালোবাসার আবেদন নিবেদন
ভালোবাসার বনেদি চিঠি
এখন বড় অবেলা
কার দাবি মিটাই
কোন মালাটি কাকে পরাই
কোন ভালোবাসায় কাকে আলিঙ্গন করি!
তুষানলে
জীবন কেবলি আড়ি পাতে
আমি যতই বলি জীবন আর নয়
চুকে ফেলো পৃথিবীর সব জঞ্জাল
বন্ধ করো বিছানা পাতার আয়োজন
চলো যাই
জীবন কেবলি বোবা নারী হয়ে যায়
ঘটিবাটি নিয়ে আবার ঘাটে যায়
শুদ্ধ আচারে মেতে ওঠে
জীবন বড়ই আনন্দময়ী
বস্ত্রহরণের পর
আবারও বস্ত্রে আবৃত্ত করে মাটির দেহ
জীবনকে যতই বলি থামাও সমূহ জ্বলা
জীবন তুষানলে খোঁজে নতুন কিছু
সে খালি ডানা ঝাপটায়
ডানা ঝাপটায়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
কবিতা
আবদুল মান্নানের দুটি কবিতা
... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।