বৃষ্টিবিঘ্নতাই আমার অবসর
একাকীত্ব
অবিরাম ঘুরে চলা লাটিম
প্রশান্তির বাতাসে উড়ে হয় নিরুদ্দেশ
বৃষ্টি উপাখ্যানে একদল নর্তকী
নেচে যায় আকাশ পাতায়
রংধনুর সীমারেখায় বর্ণচোরা রোদ, উভমুখী মেঘ
ক্রীতদাস হয় কখনো কখনো
জন্মান্ধ মেঘ বোঝে না আকাশের বিশালতা
বৃষ্টিজলের মুছে যায় অস্থির সময়
আমি একা
বৃষ্টিবিঘ্নতাই আমার অবসর।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসএনএস