ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

কবিতা

আমাদের উচ্চতা | তাজরিয়ান পলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
আমাদের উচ্চতা | তাজরিয়ান পলি

আমাদের উচ্চতা
অর্জুন তলায় যেতে যেতে
বিবমিষা কেটে যায়-
তাম্রফলকে আটকে রয়
ভাবনার মাচা।

স্বর্গের উরুসন্ধি ডিঙিয়ে
যেদিন আমি এসেছিলাম-
কফি রঙের বীজ
পুঁতেছিলেন আমার পিতামহ।

পাতা কুড়ানীর হাতের কব্জি
দেখতে দেখতে-
পুরো পৃথিবী তার পিঠে চড়িয়েছিলেন,
দর্জির পায়ের পাতায় পরিয়েছিলেন
সভ্যতার শেকল।

ছোট-বড় পাহাড়ের বিলিকেটে
যখন আমার ক্লান্তি আসে-
উঠোনের বাদামী বাঁকে দেখা মিললো
সেই বীজ থেকে বৃক্ষের
সরু বুক বিশাল উচ্চতা।

কাঁচের শহরে
পিনপতন নিরবতা সে-
অথচ কোলাহল নিয়ে
এসেছিল যে
আজও কেন পৌঁছাতে পারেনি
এতোটা উচ্চতায়?

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ