বৃষ্টির শব্দ
পুরনোকালের বৃষ্টির শব্দে
এখনো যাঁরা গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে
মমিদের হাস্যধ্বনি;
তাঁদের বুক পকেটের মাপে স্বপ্নের মুদ্রণশিল্প বিকশিত
হয় কফিনের ছায়াঘেষা সংহতির ফ্রেমে।
শীর্ণ দেহখণ্ডে অগ্নিদাহের সিংহরা নাচে, কাঠকয়লায়
কষাণো হাড় -মাংশের স্তূপে শিহরিত
বেণীর দিগন্ত ভাসে।
আমরা জীবাশ্ম সংগ্রহশালায়
নতুন বৃষ্টির শব্দে ধুলোলাগা উলুধ্বনি
মোমালোতে সাজাই;
ঝাঁকে ঝাঁকে পদপিষ্ট পোকারা বালুর ওষ্ঠে জাগে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস