স্মৃতির বারিশ
বৃষ্টি নয় স্মৃতি ঝরছে অঝোরে...
প্রতিবার বৃষ্টি নিয়ে আসে
তার কোলে করে, আমার হারানো
দিনগুলো...
সকালের বৃষ্টি-স্কুলে দেরি করে
পোঁছানোর ছবি;
দুপুরের বৃষ্টি- মায়ের ঘুম বাঁচিয়ে বাঁচিয়ে
দোলনায় ভিজতে থাকার ছবি;
বিকেলের বৃষ্টি- খেলতে না পারার,
জানলার ধারে মন খারাপের ছবি
আর রাতের বৃষ্টি- সর্বদাই রহস্য...
ঠাকুরমার ঝুলি থেকে বেতাল, বেতাল থেকে জাদুকর, রাজকুমারী, কাঁচা মাটির কলস নিয়ে হীরের নদী পার করা... কত রহস্য যে মনে পড়তে থাকে সারা রাত। বৃষ্টি তো নয়, স্মৃতি ঝরছে অঝোরে...
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস